✅গুরত্বপূর্ণ কিছু বাগধারা

১) সুখের পায়রা ----- সুসময়ের বন্ধু।
২) গভীর জলের মাছ---- যার অনেক বুদ্ধি আছে।
৩) মুখচোরা ---- লাজুক।
৪) শিরে- সংক্রান্তি------ আসন্ন বিপদ।
৫) ঊনপাঁজুরে----- হতভাগ্য।
৬) চাঁদের হাট ------ প্রিয়জন/ আত্মীয় সমাগম।
৭) নিরানব্বইয়ের ধাক্কা----- সঞ্চয়ের প্রবৃত্তি।
৮) সাতেও না পাঁচেও না ----- স্বতন্ত্র।
৯) তাসের ঘর------ ক্ষণস্হায়ী।
১০) ঢাকের কাঠি------ তোষামুদে।
১১) পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে------ বিপদে পড়ে কাজ করা।
১২) ভনিতা----- আড়ম্বরপূর্ণ কথারম্ভ।
১৩) আঠারো মাসে বছর ------ কুঁড়ে স্বভাব।
১৪) হাত ভারি---- কৃপণ।

Comments

Post a Comment

Popular posts from this blog

ধুন্দুল, ধুন্দুল সবজি

চাল কুড়া ফুল ও চাল কুমড়ার উপকারিতা