১৮+ ছেলেদের জীবনে এমন কিছু ঘটো না ঘটে তা কেও কারো কাছে বলতে চায় না, নিজের মন থেকে সেয়ার করছি।

১৮ + হলে একটা উঠতি বয়োশি ছেলের জীবনে এমন কিছু ধাপ আসে আজ নিজের মন থেকে কিছু লিখছি।
১। এই বয়োসে সহজে মানুষ অনেক কিছু পায় আবার অনেক কিছু হারায় ফেলে।
২।এমন হয় মনে যা চায় তা কখনো পায় না আবার যা চায় তা তারা কখনো আাসা করে না।
৩। এই বয়োসে সহজে রিলেশনশিপ হয়ে যায় আবার খুব সহকে তা সেষ হয়ে যায়।
৪। এই বয়োসে সবাই বলে ভালো কিছু করো এটা করো ওটা করো সেটা করো বাট কেও হেল্প করতে চায় না।
৫। এই বয়োশে মাথায় অনেক আইডিয়া থাকে বাট কনো কাজে আসে না,  কারোন কাজে লাগানোর মতো কনো মুলধন থাকে না, আর এমন সময় কেও কিছু দিয়ে সাহায্য করতে চায় না যদি না পারে এর জন্য।
৬। এই বয়োসে কেও দাম দিতে চায় না সবাই ব্যাবহার করে যার মনে যেমন চায়, ব্যাবহার হয়ে গেলে ছুরে ফেলে।
৭। গালফেন্ড থাকলে তার চাহিদা পুরোন করতে পারে না, তার বিয়ে হলে বাধা দেওয়া যায় না।
৮। ১৮+ বয়োসটা খুব অদ্ভুত একটা বয়োন এখানে মানুষের উঠে দারানোর সময়, এই সময় কেও যদি তাকে দার করানোর হেল্প না করে তাহলে তার পক্ষে খুব কঠিন হয়ে যায়।
৯। এই বয়োসে কেও বোঝে না একটা ছেলে মেয়ে কতো একাকিত্ব বোধ করে।
১০। ১৮+ বয়োসে জীবনে অনেক ভুল অজান্তে হয়ে যায়,  ভুল ধরার কেও না থাকলে ভুল শুধু হতেই থাকে, তাই সচেতন বাবা মা দরকার হয়।
সর্ব পরি বলবো আরো অনেক কিছু আছে এখন মাথায় নাই, জীবনটা বরো কঠিন আর পৃথিবীটা খুব সার্থপর, পৃথিবীর মানুষ গুলাও ঠিক একই মতো।

Comments

Popular posts from this blog

চাল কুড়া ফুল ও চাল কুমড়ার উপকারিতা

ধুন্দুল, ধুন্দুল সবজি