অনুপ্রেরনা মুলোক একটা গল্প হয়তো জীবনে খুব কাজে আসতে পারে।

এখন যে গল্পটি লিখছি এটা আমার এক কাছের শিক্ষক বলছিলো!
একটা এলাকার ২ টা ছেলে এক সাথে খেলা ধুলা ও খুব বন্ধুত্বপুন্য চলা ফেরা,  কিন্তা তাদের এক জনের বয়োস ৬ এবং আর এক জনের বয়োস ১২, তার খুব গনিষ্ট বন্ধু হয়, এমন সময় তারা কথাও এক বনে ঘুরতে গিয়ে তারা এমন একটা যায়গা হারায় যায়, এবং তারা পথ খুজে পায় না,  ২ জন দৌরা দৌরি করছিলো কিন্তু ১২ বছরের ছেলেটা হঠাত পাসে একটা কুয়ায় পরে যায়।  তখন ৬ বছরের ছেলেটা খুব চিৎকার করে ডাকা ডাকি করে কিন্তু আসপাসে কাওকে পাচ্ছিলো না, এবং সে জঙ্গল থেকে বের হতে পারছিলো না!  তখন সে তার বন্ধুকে বাচানোর জন্য খুব চেষ্টা করে এবং সে দেখতে পায় কুয়ার ভিতোর রশি আছে সে তাকে রশি ধরতে বলে ও সে উপর থেকে টানতে থাকে, এবং সে উঠে পরে তখন তারা রাস্থা খুজে বাড়ী চলে আসে এবং সবাই কে বলে কেও বিশ্বাস করে না। এখানে শিক্ষানিয়ো বিষয় হলো যখন ৬ বছরের ছেলেটি ১২ বছরের ছেলে কে টেনে তুলছিলো তখন সে পারবে না এই কথা বলার মানুষ ছিলো না তার আত্ববিশ্বাস ছিলো সে পারবে, এবং সে পেরেও যায়। তাই আমাদের আসপাসের মানুষ আমাদের বলবে তুমি এটা করোনা এটা করো না তুমি পারবে না এই সব কথায় কান না দিয়ে নিজের মনের কথা শুনো তুমি পারবে।
(গল্পটির পুরা কাহিনী কাল্পনিক)

Comments

Popular posts from this blog

চাল কুড়া ফুল ও চাল কুমড়ার উপকারিতা

ধুন্দুল, ধুন্দুল সবজি