✅ গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

১) প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত - মহাস্থানগড়।

২) বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল- বঙ্গ।

৩) বাংলাদেশর বৌদ্ধ বিহারের নির্মাতা- ধর্মপাল।

৪) বাংলাদেশ প্রাচীনতম জায়গা- পন্ড্র।

৫) পাহাড়পুর বৌদ্ধ বিহার যে নামে পরিচিত- সোমপুর বিহার।

৬) বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্টিত মসজিদটি গম্বুজ বিশিষ্ট - ৮১।

৭) ঢাকার বিখ্যাত তারা মসজিদটি নির্মাণ করেন - মির্জা আহমেদ খান।

৮) যে শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে- শামসুদ্দীন ইলিয়াস শাহ।

৯) বিখ্যাত সাধক শাহ  সুলতান বলখীর মাজার অবস্থিত- মহাস্থানগড়ে।

১০) ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় - ১৬১০ সালে।

Comments

Popular posts from this blog

চাল কুড়া ফুল ও চাল কুমড়ার উপকারিতা

ধুন্দুল, ধুন্দুল সবজি