✅ এক কথায় প্রকাশ
১) আবক্ষ জলে নেমে স্নান- অবগাহন।
২) যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
৩) কোনোভাবেই যা নিবারণ করা যায় না - অনিবার্য।
৪) যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।
৫) যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
৬) যিনি অধিক কথা বলেন না- মিতভাষী।
৭) যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
৮) ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা।
৯) যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী।
১০) যা নিবারণ করা যায় না- অনিবারিত।
১১) হনন করার ইচ্ছা- জিঘাংসা।
১২) যে রোগ নির্ণয়ে মরে- হাতুড়ে।
১৩) বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন।
১৪) নষ্ট হওয়ার স্বাভাব যার- নশ্বর।
১৫) অক্ষির সমীপে- সমক্ষা।
১৬) কর্মে যাহার ক্লান্তি নাই - অক্লান্তকর্মী।
১৭) যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
১৮) যে ভূমিতে কসল জন্মায় না- ঊষর।
Comments
Post a Comment