đāĻ¸াāĻ§াāĻ°āĻ¨ āĻ্āĻাāĻ¨ āĻিāĻু āĻুāĻ°ুāĻ¤্āĻŦāĻĒূāĻ°্āĻŖ āĻĒ্āĻ°āĻļ্āĻ¨ āĻāĻ¤্āĻ¤āĻ°
১। ঠাকুমার ঝুলি" গল্পটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ. আহসান হাবিব
উত্তরঃ গ
২। হিটলার কোন দেশে জন্মগ্রহণ করে ??
ক। ব্রাজিল
খ। কাতার
গ। অস্ট্রিয়া
ঘ। ফ্রান্স
উত্তরঃ গ
৩। ভাস্কো দা গামা প্রথম কত সালে ভারতে আসেন?
১)১৪৪৮
২) ১৪৫৮
৩)১৪৯৮
৪)১৪৭৫
উত্তরঃ গ
৪। "star war" বলতে কি বুজায়?
ক। স্থল যুদ্ধ
খ। জল যুদ্ধ
গ। অন্তরীক্ষে যুদ্ধ
ঘ। মহাকাশে যুদ্ধ
উত্তরঃ ঘ
৫। 'রামগরুড়ের ছানা' বলতে বুঝায় ?
ক. আমুদে লোক
খ. অদ্ভুত লোক
গ. নির্বোধ লোক
ঘ. গোমড়ামুখো লোক
উত্তরঃ ঘ
৬। কত সালে মায়ানমার সরকার রোহিঙ্গাদের কে তাদের নাগরিকত্ব দেওয়া হতে বন্চিত করে।
ক-১৯৮২
খ-১৯৭২
গ-১৮৮২
ঘ-১৯৯০
উত্তরঃ ক
৭। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত.?
ক..ভারত
খ..বাংলাদেশ
গ..কাঠমান্ডু
ঘ..পাকিস্তান
উত্তরঃ গ
৮। বাংলাদেশে স্বাধীনতা দিবস কত তারিখে
ক) 26 মার্চ
খ) 16 ডিসেম্বর
গ) 21 ফেব্রুয়ারি
উত্তরঃ ক
৯। 'দোজখের ওম' গল্পগ্রন্থটি কার রচনা ?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. হাসান আজিজুল হক
গ. শওকত ওসমান
ঘ. হুমায়ূন আহমেদ
উত্তরঃ ক
১০। 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' এটা কোন গল্পের সংলাপ ?
ক. একরাত্রি
খ. শুভা
গ. সমাপ্তি
ঘ. পোষ্টমাস্টার
উত্তরঃ গ
১১। যদি x+3y=40 এবং y=3x হয়, তবে y এর মান কত ?
ক. 20
খ. 12
গ. 9
ঘ. 16
উত্তরঃ খ
১২।১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় -
ক. সদরঘাটে
খ. চাঁদনীঘাটে
গ. পোস্তগোলায়
ঘ. শ্যামবাজারে
উত্তরঃ খ
১৩। কোন সমাসে ব্যাসবাক্য হয় না ?
ক. দ্বন্দ্ব সমাস
খ. নিত্য সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারায় সমাস
উত্তরঃ খ
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাএী নাম কি...?
ক. নীলা নাগ
খ. ফজলিতুন্নেসা
গ. হাসনা আক্তার
ঘ. বিউটি বেগম
উত্তরঃ ক
১৫। "দিন ও রাত্রির মিলনকে কি বলে?"
১।সন্ধা
২।বিকালবেলা
৩।গোধুলি
৪।সুবহে সাদিক
উত্তরঃ ৩
১৬। ♦কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
১) ভরকেন্দ্র
২) পরিকেন্দ্র
৩) অন্তঃকেন্দ্র
৪) বহিঃকেন্দ্র
উত্তরঃ ক
১৭। 🎓মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
ক. রামনিধি গুপ্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ গ
১৮। লালসালু উপন্যাসটির লেখক কে?
১. শেখ সাদী
২. শেখ হাবিবুর রহমান
৩. রবীন্দ্রনাথ ঠাকুর
৪. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ ৪
১৯। 'ড্রোন ' কি????
কেও যদি পারো ভাববো নির্ঘাত বিলিয়েনট....
১/ড্রাইভার বিহীন ট্রাক
২/ ড্রাইভার বিহীন বিমান
৩/চালক বিহীন গাড়ি
৪/ চালক বিহীন জাহাজ
উত্তরঃ ২
২০। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?????
১। ১৯৭০ সালে ১০ই এপ্রিল
২। ১৯৭১ সালে ১৭ই এপ্রিল
৩। ১৯৭১ সালে ১০ই এপ্রিল
৪। ১৯৭০ সালে ১৭ই এপ্রিল
উত্তরঃ ৩
Comments
Post a Comment