✅ গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ।
১) পৃথিবীঃ অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী, অখিল, অদিতি, বসুধা, পৃথ্বী, ক্ষিতি।
২) কেশঃ চুল, অলক, কুন্তল, চিকুর, কচ, শিরোরুহ, কেশপাশ, কেশদাম, বাবরী।
৩) নদীঃ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, প্রবাহিণী, সরিৎ, শৈবলিনী, তরঙ্গনী, কল্লোলিনী, গাঙ, পয়স্বিণী, নির্ঝরিণী।
৪) পর্বতঃ অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভুধর, শৈল, মহীধর, শিখরী, শৃঙ্গী, মহীধ্র, ভূভৃৎ, নগ।
Comments
Post a Comment