✅প্রাইমারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ MCQ

1. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়
ক.১৯২০
খ.১৯২১
গ.১৯২৩ 
ঘ.১৯২৭

2. "চঞ্চল" এর বিপরীত শব্দ???
a) অবিচল
b) বিচল
c) প্রচল
d) নিশ্চল

3. X এবং Y উভই বিজোর সংখ্যা হলে ,
কোনটি জোর সংখ্যা?
1/ X+y+1
2/ Xy
3/ Xy+2
4/ X+Y

4. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’ কাব্য প্রকাশিত হয় কত সালে ?
(ক) ১৯১০
(খ) ১৯১১
(গ) ১৯১২
(ঘ) ১৯১৩

5.বঙ্গবন্ধুর ডাক নাম কি?
ক খোকা
খ বাবু
গ মজিদ
ঘ মজিবর

6. কোন কবি যক্ষ্মারোগ এ আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) কায়কোবাদ

7. একটি ছাদের উপর ১৫টি কবুতর বসা ছিল। এমতাবস্থায় দুজন লোক দুটি বন্দুক দিয়ে গুলি করলে দুইটি কবুতর মারা যায়। এখন ছাদে কয়টি কবুতর থাকবে??
১) ১৫ টি।
২) ০ টি।
৩) ২ টি।
৪) ১৩ টি।

8. আমাদের নবীর বয়স কত ছিল??
১) ৫৪ 
২)৪৬ 
৩)৬৩
৪)৭৮

9. নেপোলিয়ানকে প্রথম কোন দ্বীপে নির্বাসিত করা হয়?
১.সেন্ট হেলেনা
২.সেন্ট কর্সিকা 
৩.সেন্ট এলবা💎
৪.সেন্ট মাউন্টেন

10. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি ??
ক. পাকিস্তান 
খ. সৌদি আরব 
গ. মিশর 
ঘ. ইন্দোনেশিয়া

Comments

Popular posts from this blog

চাল কুড়া ফুল ও চাল কুমড়ার উপকারিতা

ধুন্দুল, ধুন্দুল সবজি